Terms & Conditions
Sweety's Signature – শর্তাবলী (Terms & Conditions)
১. সাধারণ শর্ত
-
এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের শর্তাবলীতে সম্মত হচ্ছেন।
-
যদি আপনি এই শর্তাবলীর সাথে একমত না হন, অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট ব্যবহার করবেন না।
২. অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন
-
অর্ডার করার জন্য গ্রাহককে সঠিক নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ইমেইল দিতে হবে।
-
কোনো ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করা হলে আমরা সেই অ্যাকাউন্ট বাতিল করার অধিকার রাখি।
৩. অর্ডার ও পেমেন্ট
-
সব অর্ডার আমাদের কনফার্মেশনের ভিত্তিতে গ্রহণযোগ্য হবে।
-
গ্রাহককে অর্ডারের জন্য সঠিক পেমেন্ট তথ্য প্রদান করতে হবে।
-
আমরা ক্যাশ অন ডেলিভারি, অনলাইন পেমেন্ট বা অন্যান্য নির্ধারিত পদ্ধতি গ্রহণ করি।
৪. প্রোডাক্টের তথ্য
-
ওয়েবসাইটে প্রদর্শিত ছবি ও বিবরণ যতটা সম্ভব সঠিকভাবে দেওয়া হয়।
-
তবে আলোর প্রভাব বা ডিসপ্লের কারণে রঙ/ডিজাইনে সামান্য ভিন্নতা থাকতে পারে।
৫. ডেলিভারি ও শিপিং
-
অর্ডার কনফার্মেশনের পর নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি দেওয়া হবে।
-
অর্ডারকৃত প্রোডাক্ট গ্রাহকের নির্দিষ্ট ঠিকানায় পাঠানো হবে।
-
যেকোনো প্রকার বিলম্ব (যেমন কুরিয়ার সমস্যার কারণে) হলে তার জন্য আমরা দায়ী থাকব না।
৬. রিটার্ন ও রিফান্ড পলিসি
-
নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন ও রিফান্ড সুবিধা প্রযোজ্য (আমাদের ওয়েবসাইটের রিটার্ন পলিসি অনুযায়ী)।
-
প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত, ভিন্ন বা ডিফেক্টিভ হলে রিটার্ন/এক্সচেঞ্জ গ্রহণ করা হবে।
৭. কপিরাইট ও মেধাস্বত্ব
-
ওয়েবসাইটের সব কনটেন্ট (লেখা, ছবি, লোগো, ডিজাইন) Sweety Signature-এর মালিকানাধীন।
-
অনুমতি ছাড়া এগুলো কপি, শেয়ার বা ব্যবহার করা যাবে না।
৮. দায়সীমা (Limitation of Liability)
-
ওয়েবসাইট ব্যবহারের সময় কোনো প্রকার প্রযুক্তিগত সমস্যা বা তৃতীয় পক্ষের কারণে সৃষ্ট ক্ষতির জন্য আমরা দায়ী নই।
৯. পরিবর্তন
-
Sweety Signature যেকোনো সময় শর্তাবলী পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
-
পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের পর থেকে কার্যকর হবে।
১০. যোগাযোগ
এই শর্তাবলী সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাদের কাস্টমার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।